দেশ

Mahakumbh 2025 | মহাকুম্ভ মেলায় ফের দুর্ঘটনায় মৃত্যু! হট এয়ার বেলুন ঝলসে মৃত ৬জন!

Mahakumbh 2025 | মহাকুম্ভ মেলায় ফের দুর্ঘটনায় মৃত্যু! হট এয়ার বেলুন ঝলসে মৃত ৬জন!
Key Highlights

হট এয়ার বেলুন মাটিতে আছড়ে পড়ায় ঝলসে গেলেন ৬ জন পুণ্যার্থী! এই দুর্ঘটনায় মৃতদের মধ্যে দুই কিশোরও রয়েছে।

ফের মহাকুম্ভ মেলায় দুর্ঘটনায় মৃত্যু! হট এয়ার বেলুন মাটিতে আছড়ে পড়ায় ঝলসে গেলেন ৬ জন পুণ্যার্থী! জানা গিয়েছে, সোমবার মহাকুম্ভ মেলার ২০ সেক্টরের আখাড়া মার্গের কাছে হট এয়ার বেলুনে চেপে উড়ছিলেন ৬ জন। কিন্তু হিলিয়াম গ্যাসে ভরা বেলুন আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে বিকট আওয়াজ হয়। এরপরই সটান মাটিতে আছড়ে পড়ে বেলুনটি। সঙ্গে সঙ্গে ঝলসে যায় সেটি। জানা গিয়েছে, এই দুর্ঘটনায় মৃতদের মধ্যে দুই কিশোরও রয়েছে। আহতদের সকলকেই নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। আহতদের সকলের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।