Bangladesh | কেটে গিয়েছে ৬ মাস, চিন্ময় প্রভুর জামিন এখনও অধরা! ফের পিছিয়েছে শুনানি !

মহম্মদ ইউনুসের ‘নতুন’ বাংলাদেশে বিচারের নামে প্রহসন! ফের হাই কোর্টে পিছিয়ে গেল চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি।
গত নভেম্বর মাস থেকে বাংলাদেশে গারদের ওপারের রয়েছেন ইসকনের হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। ৬ মাস ধরে পিছোচ্ছে তাঁর জামিনের শুনানি। কারাগারে বারংবার অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বুধবার বিচারপতি মহম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মহম্মদ আলি রেজার হাইকোর্ট বেঞ্চে রুল শুনানির দিন ধার্য ছিল। এই বিষয়ে শুনানির জন্য সময় চান অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মহম্মদ আসাদুজ্জামান। ফলে চিন্ময় প্রভুর জামিন প্রশ্নে রুল শুনানি এক সপ্তাহ পিছিয়েছে। উল্লেখ্য, জাতীয় পতাকা অবমাননার জেরে তাকে গ্রেফতার করেছিল পুলিশ।