Madhya Pradesh | সুরক্ষিত নন খোদ সেনা অধিকারিকরাই? দুই সেনা আধিকারিকের উপর হামলা চালিয়ে তাঁদের বান্ধবীকে গণধর্ষণের অভিযোগ
Thursday, September 12 2024, 7:36 am

বুধবার ভোররাতে মধ্যপ্রদেশের জাম গেট সংলগ্ন এলাকায় দুই তরুণ সেনা আধিকারিকের উপর হামলা চালিয়ে ও তাঁদের সঙ্গে থাকা এক তরুণীকে গণধর্ষণ করে ছয় দুষ্কৃতী।
সাধারণ মানুষের সুরক্ষা, নিরাপত্তার ক্ষেত্রে বিশাল ভরসা সেনা। তবে এবার 'পৈশাচিক আক্রমণে'র শিকার খোদ সেনা। সূত্রের খবর, বুধবার ভোররাতে মধ্যপ্রদেশের জাম গেট সংলগ্ন এলাকায় দুই তরুণ সেনা আধিকারিকের উপর হামলা চালিয়ে ও তাঁদের সঙ্গে থাকা এক তরুণীকে গণধর্ষণ করে ছয় দুষ্কৃতী। অভিযোগ, সংশ্লিষ্ট দুই সেনা আধিকারিক স্থানীয় মহু সেনা ছাউনিতে থাকেন। দুই বান্ধবীকে সঙ্গে নিয়ে গাড়িতে ঘুরতে বের হন তাঁরা। মাঝরাস্তায় ছয় দুষ্কৃতীর একটি দল তাঁদের গাড়ি আটকায় ও ঘিরে ধরে।
- Related topics -
- দেশ
- ভারত
- মধ্যপ্রদেশ
- প্রতিরক্ষা
- সেনাকর্মী
- ভারতীয় সেনা
- ক্রাইম
- ধর্ষণ
- গণধর্ষণ