দেশ

Himachal Pradesh Landslide | গাছ পড়ে ভূমিধস! হিমাচলের কুলুতে মৃত ৬, আহত আরও ৫

Himachal Pradesh Landslide | গাছ পড়ে ভূমিধস! হিমাচলের কুলুতে মৃত ৬, আহত আরও ৫
Key Highlights

রবিবার হিমাচল প্রদেশের কুলুর গুরুদ্বার মণিকরণ সাহিবের কাছে ভূমিধসে ও গাছ পড়ে ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন বলে খবর।

হিমাচল প্রদেশের কুলুতে ভয়াবহ ভূমিধস। স্থানীয় সূত্রে খবর, রবিবার কুলুর গুরুদ্বার মণিকরণ সাহিবের কাছে একটি গাছ উপড়ে রাস্তায় পার্ক করা কয়েকটি গাড়ির ওপর পড়ে যায়। এঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৫ জন। পুলিশ ও জেলা প্রশাসনের উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে স্থানীয় কমিউনিটি হাসপাতালে স্থানান্তরিত করেছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন কুলুর সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, মেডিকেল টিম, পুলিশ ও রাজস্ব কর্মকর্তারা। উদ্ধার ও ত্রাণ কার্য এখনো চলছে।