Durand Cup | ISL নিয়ে তৈরী হয়েছে অনিশ্চয়তা, ডুরান্ড কাপ খেলতে নারাজ ছয় ক্লাব!
Monday, June 23 2025, 10:09 am
Key Highlightsডুরান্ড কাপ খেলতে নারাজ ছয় ISL ক্লাব। জানা গিয়েছে, ISL নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ছয়
ডুরান্ড কাপ খেলতে নারাজ ছয় ISL ক্লাব। জানা গিয়েছে, ISL নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ছয় ISL ক্লাব তাদের প্রাক মরশুম প্রস্তুতি বাতিল করে দিয়েছে। ভারতীয় ফুটবলের পূর্ণাঙ্গ ক্যালেন্ডার প্রকাশ হয়নি। এমনকি ISL কবে থেকে শুরু হবে তাও জানা যায়নি। এর ফলে ডুরান্ড কাপ খেলতে নারাজ চেন্নাইয়িন এফসি, এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্স ও হায়দরাবাদ এফসির মতো ক্লাব। উল্লেখ্য, এই বছরের ডিসেম্বর মাসে শেষ হয়ে যাচ্ছে ফুটবল ফেডারেশনের সঙ্গে এফএসডিএলের চুক্তি। কিন্তু ডিসেম্বরের পরে কী হবে? তা নিয়ে বাড়ছে জল্পনা।
-  Related topics - 
 - খেলাধুলা
 - ফুটবল
 - ডুরান্ড কাপ
 - আইএসএল
 

 