Junior Doctor Protest | টানা অনশনের জেরে হাসপাতালে ভর্তি ৬ অনশনকারী জুনিয়র ডাক্তার

Monday, October 14 2024, 6:02 am
Junior Doctor Protest | টানা অনশনের জেরে হাসপাতালে ভর্তি ৬ অনশনকারী জুনিয়র ডাক্তার
highlightKey Highlights

অনশনের জেরে অসুস্থ্য হয়ে পড়লেন আরও এক আন্দোলনকারী জুনিয়র ডাক্তার।


অনশনের জেরে অসুস্থ্য হয়ে পড়লেন আরও এক আন্দোলনকারী জুনিয়র ডাক্তার। ডাঃ পুলস্ত নামক ওই ডাক্তারের প্রাথমিক চিকিৎসা করা হয়েছিল। কিন্তু তিনি সেই চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। ফলে তাঁকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। জানা গিয়েছে, তাঁকে এনআরএসে ভর্তি করা হয়েছে। অসুস্থ চিকিৎসকের জন্য মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। ধর্মতলার মঞ্চে আপাতত ৬ অনশনকারী। হাসপাতালে ভর্তি রয়েছেন ৪জন। এর আগে অনিকেত মাহাতো, অলোক ভার্মার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্য়ায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File