রাজ্য

West Bengal | ভোটের আবহে বাংলায় বোমাবাজির জেরে নিহত-আহত ৫৬৫ শিশু! ১৯৯৬ সাল থেকে ২০২৪ সালের তথ্য দিলো BBC

West Bengal | ভোটের আবহে বাংলায় বোমাবাজির জেরে নিহত-আহত ৫৬৫ শিশু! ১৯৯৬ সাল থেকে ২০২৪ সালের তথ্য দিলো BBC
Key Highlights

বিবিসির ‘চিলড্রেন অফ দ্য বোম্বস’ নামে একটি তথ্যচিত্র বলছে, গত তিন দশকে বাংলায় ভোটের সময় বোমা বিস্ফোরণের ফলে কমপক্ষে ৫৬৫ জন শিশু নিহত অথবা আহত হয়েছে!

নির্বাচনের আবহে পশ্চিমবঙ্গে শুরু হয় গোলাগুলি, বোমাবাজির মতো নানান হিংসাত্মক ঘটনা। এর জেরে প্রাণ যায় নেতা, রাজনীতিবিদ সহ সাধারণ মানুষও। এমনকি মৃত্যু হয় বহু শিশুর। সম্প্রতি বিবিসির ‘চিলড্রেন অফ দ্য বোম্বস’ নামে একটি তথ্যচিত্র বলছে, গত তিন দশকে বাংলায় ভোটের সময় বোমা বিস্ফোরণের ফলে কমপক্ষে ৫৬৫ জন শিশু নিহত অথবা আহত হয়েছে! ১৯৯৬ সাল থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত বাংলায় ৫৬৫  সংখ্যক শিশু আহত বা নিহত হয়েছে। এর মধ্যে মোট নিহতের সংখ্যা হল ৯৪ জন এবং বাকিরা আহত হয়েছে।