Mecca । মৃত্যুপুরীতে পরিণত হয়েছে মক্কা, মদিনা! প্রচন্ড গরমে মৃত্যু ৫৫০ হজযাত্রীর!

Wednesday, June 19 2024, 5:14 am
Mecca । মৃত্যুপুরীতে পরিণত হয়েছে মক্কা, মদিনা! প্রচন্ড গরমে মৃত্যু ৫৫০ হজযাত্রীর!
highlightKey Highlights

তীব্র গরমে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে মক্কা, মদিনা! সেখানে মৃত্যু হয়েছে প্রায় ৫৫০ জন পুণ্যার্থীর।


তীব্র গরমে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে মক্কা, মদিনা! সেখানে মৃত্যু হয়েছে প্রায় ৫৫০ জন পুণ্যার্থীর। সূত্রের খবর, পরিস্থিতি এতটাই খারাপ যে মর্গে মৃতদেহ রাখার জায়গা হচ্ছে না। জানা গিয়েছে, মৃত ৫৫০ পুণ্যার্থীর মধ্যে বেশিরভাগই মিশরের। হজে এসে গরমের কারণে অসুস্থ হয়ে মিশরের কমপক্ষে ৩৩০ জনের মৃত্যু হয়েছে। পদপিষ্ট হয়েও মিশরের এক নাগরিকের মৃত্যু হয়। জর্ডনের অন্তত ৬০ জন নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়াও অসুস্থ হয়ে পড়েছেন আরও কয়েক হাজার মানুষ। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File