Trump Tariff | রাশিয়ার সঙ্গে বাণিজ্য করলেই ৫০০ শতাংশ শুল্ক! ট্রাম্পের হুঁশিয়ারিতে বিপাকে ভারত!

রাশিয়ার সঙ্গে বাণিজ্য করলেই ৫০০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট!
শেষ হয়েও শেষ হচ্ছে না ট্রাম্পের শুল্ক যুদ্ধ, এবার রাশিয়ার সঙ্গে বাণিজ্য করলেই ৫০০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট! এই নিয়ে একটি বিলকে সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রিপাবলিকান পার্টির সেনেটর লিন্ডসে গ্রাহাম আগেই আমেরিকান কংগ্রেসে এই বিল পেশ করেছিলেন। আর এই বিলের জন্যই বিপাকে পড়তে চলেছে ভারত। কারণ, ভারত ও চিন তাদের প্রয়োজনীয় তেলের প্রায় ৭০ শতাংশ তেল আমদানি করে রাশিয়া থেকে। ২০২৫ সালের জুন মাসের তথ্য বলছে,ভারত রাশিয়া থেকে দৈনিক ২০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছিল।