Madhyamik | অনলাইন পোর্টালে বিভ্রাট! মাধ্যমিক দিতে পারবেন না ৫০-৭০ পরীক্ষার্থী! 'প্রধান শিক্ষকদের গাফিলতি' বলছে পর্ষদ!

Tuesday, February 4 2025, 3:01 pm
highlightKey Highlights

অনলাইন পোর্টালে বিভ্রাটের জেরে অ্যাডমিট কার্ডই পেলেন না বিভিন্ন জেলায় ৫০ থেকে ৭০ জন মাধ্যমিক পরীক্ষার্থী!


অনলাইন পোর্টালে বিভ্রাটের জেরে অ্যাডমিট কার্ডই পেলেন না বিভিন্ন জেলায় ৫০ থেকে ৭০ জন মাধ্যমিক পরীক্ষার্থী! অনেকের আবার অ্যাডমিট কার্ডে নানারকম ভুলও রয়েছে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ দেখায় ওই পড়ুয়ারা ও তাদের অভিভাবকরা। জানা গিয়েছে, মূলত একই নাম হওয়ার কারণে বা পাশে বাবার নাম না থাকার কারণে অ্যাডমিট কার্ডের মধ্যে ভুল আছে। পর্ষদ সূত্রে খবর, দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের গাফিলতির জন্যই যারা অ্যাডমিট কার্ড পায়নি, তারা পরীক্ষা দিতে পারবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File