Shyampukur | শ্যামপুকুরের স্কুলে ৫ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন, কাঠগড়ায় রাজমিস্ত্রি

Friday, March 21 2025, 4:30 am
Shyampukur | শ্যামপুকুরের স্কুলে ৫ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন, কাঠগড়ায় রাজমিস্ত্রি
highlightKey Highlights

স্কুলের মধ্যেই এক নাবালিকা ছাত্রীকে নিগ্রহের অভিযোগ। পাঁচ বছরের ওই শিশুকন‌্যাটিকে লজেন্সের লোভ দেখিয়ে যৌন নির্যাতন করা হয় বলে দাবি।


উত্তর কলকাতায় স্কুলের মধ্যেই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এক রাজমিস্ত্রিকে গ্রেপ্তার করলো পুলিশ। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার শ‌্যামপুকুর থানা এলাকার একটি স্কুলে। অভিযোগ, ৫ বছরের ওই শিশুকন্যাটিকে লজেন্সের লোভ দেখায় ওই রাজমিস্ত্রি। শিশুটি লজেন্স নিতে অস্বীকার করতে তাকে চকোলেটের লোভ দেখানো হয়। এরপর তাকে স্কুলের শৌচাগারের কাছে নিয়ে গিয়ে নিগ্রহ করা হয়। এঘটনায় অভিভাবকরা রাত পর্যন্ত স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অভিযুক্ত রাজমিস্ত্রিকে গ্রেপ্তার করে জেরা করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File