Key Highlightsআজ বিকেলে বিজ্ঞান ভবনে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন । সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আজ বিকেল ৪ তে বেজে ৩০ মিনিট সময়ে পশ্চিমবঙ্গসহ আরও ৫ টি রাজ্যে আজই ভোটের দিন ক্ষণ সবকিছু ঘোষণা করা হবে । এই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানবে ইলেকশন কমিশন । পাশাপাশি আরও জানা গেছে, এই বছর মোট ৬ থেকে ৭ দফায় ভোট বা নির্বাচন হতে পারে ।
-  Related topics - 
 - দেশ
 - নির্বাচন কমিশন
 - রাজ্য
 

 