Delhi | দিল্লিতে ভাঙলো হুমায়ুনের সৌধের একাংশ! ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু ৫জনের! এখনও আটকে ৭!

স্বাধীনতা দিবসের দিন দুপুরে ভেঙে পড়লো হুমায়ুনের সৌধের একাংশ। সেই ধ্বংসস্তূপে চাপা পরে মৃত্যু হলো ৫ জনের।
স্বাধীনতা দিবসের দিন দুপুরে ভেঙে পড়লো হুমায়ুনের সৌধের একাংশ। সেই ধ্বংসস্তূপে চাপা পরে মৃত্যু হলো ৫ জনের। দুর্ঘটনায় মৃতদের মধ্যে তিনজন মহিলা ও দু’জন পুরুষ রয়েছেন। এখনও পর্যন্ত ১১ জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সূত্রের খবর, এখনও চাপা পড়েছেন অন্তত ৭ জন। জানা গিয়েছে, এদিন বিকেল ৪তে নাগাদ নিজ়ামুদ্দিন এলাকায় মুঘল সম্রাট হুমায়ুনের স্মৃতিসৌধ কমপ্লেক্সের মধ্যে থাকা একটি দরগার ছাদ ভেঙে পড়ে। দ্রুত ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছায়।