তুষার ধসে জোজিলা পাসে আটক ৫ যাত্রী, উদ্ধার করে বর্ডার রোড অর্গানাইজেশনের সদস্যরা।
Monday, November 30 2020, 8:00 am
Key Highlights
প্রবল তুষারপাতের জেরে জম্মু-কাশ্মীরে জোজিলা পাসে তুষারধসে রবিবার আটকে পড়েছিলেন পাঁচ যাত্রী। উদ্ধার করে বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)-এর সদস্যরা।তুষারধসের জেরে শ্রীনগর-সোনমার্গ রোড বন্ধ হয়ে যায়। সেখানে বহু গাড়ি আটকে পড়ে । বিআরও-র সদস্যরা রাস্তা পরিষ্কার করার পর ফের গাড়ি চলাচল শুরু হয়। সূত্রের খবর, এই সময়ে জোজিলা পাস খোলা এবং বন্ধের জন্য গঠন করা হয়েছে চার সদস্যের একটি কমিটি। কাশ্মীর, লাদাখ, গান্ডেরবাল এবং কার্গিলের ডিভিশনাল কমিশনারদের নিয়ে গঠিত হয়েছে এই কমিটি।গত কয়েক দিন ধরেই জম্মু-কাশ্মীরে প্রবল তুষারপাত হচ্ছে। প্রশাসনের তরফে তুষারধসের সতর্কবার্তাও দেওয়া হয়েছিল। অন্য দিকে, উত্তর ভারত জুড়ে প্রবল ঠান্ডার জেরে তুষারপাত শুরু হয়েছে।
- Related topics -
- জম্মু-কাশ্মীর
- তুষারপাত
- বর্ডার রোড অর্গানাইজেশন
- জোজিলা পাস