New Local Trains | ডায়মন্ডহারবার-বারাসত শাখায় একগুচ্ছ নতুন লোকাল ট্রেন, স্বস্তি নিত্যযাত্রীদের

নিত্যযাত্রীদের স্বস্তি বাড়িয়ে ডায়মন্ডহারবার ও বারাসত শাখায় আরও ৫ টি লোকাল ট্রেন আনা হচ্ছে বলে খবর।
প্রতিদিন বাড়ছে ভিড়। এবার ভিড় সামলাতে ডায়মন্ডহারবার ও বারাসত শাখায় আরও ৫ টি লোকাল ট্রেন আনতে চলেছে রেল। ভোর ৫ টায় সোনারপুর থেকে একটি নতুন ডায়মন্ড হারবার লোকাল ছাড়বে, গন্তব্যে পৌঁছবে ৬ টা ৫ মিনিটে। ভোর ৬ টা ৩০ মিনিটে ও ডায়মন্ড হারবার থেকে ছাড়বে একটি ট্রেন, বালিগঞ্জ পৌঁছবে ৭ টা ৫৬ মিনিটে। ভোর ৬ টা ২৫ মিনিটে বারাসত থেকে একটি ট্রেন ছাড়বে, বসিরহাট পৌঁছবে ৭ টা ৩০ মিনিটে। বসিরহাট থেকে সকাল ৭ টা ৩৫ মিনিটে একটি বারাসাত লোকাল ছাড়বে। বর্তমানে, প্রায় ১০ মিনিট করে এগিয়েছে লোকাল ট্রেনের সময়গুলি।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- পশ্চিমবঙ্গ
- ডায়মন্ড হারবার
- বারাসাত
- লোকাল ট্রেন
- ট্রেন