দেশ

Foreign Minister Meeting | এক কোণে হবে করাচি, জুন মাসেই ভারতে আসছেন মধ্য এশিয়ার ৫ দেশের বিদেশমন্ত্রীরা!

Foreign Minister Meeting | এক কোণে হবে করাচি, জুন মাসেই ভারতে আসছেন মধ্য এশিয়ার ৫ দেশের বিদেশমন্ত্রীরা!
Key Highlights

‘ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর’ (INSTC) এর মাধ্যমে চাবাহার বন্দরের গুরুত্ব বাড়াতে এবং করাচিকে এক কোণে করতে জুনে ভারত সফরে আসছেন মধ্য এশিয়ার ৫ দেশের বিদেশমন্ত্রী।

পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের পর বিশ্বমঞ্চে সব ক্ষেত্রেই শক্তি বাড়াচ্ছে ভারত। এবার মধ্য এশিয়ার দেশগুলির করাচি বন্দর নির্ভরতা কমাতে তৎপর ব্যবস্থা নয়া দিল্লির। ‘ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর’ (INSTC) এর মাধ্যমে চাবাহার বন্দরের গুরুত্ব বাড়াতে এবং করাচিকে এক কোণে করতে জুনে ভারত সফরে আসছেন মধ্য এশিয়ার ৫ দেশের বিদেশমন্ত্রী। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠ করতে দিল্লি আসছেন কাজাকিস্তান, কিরঘিজ রিপাবলিক, তাজাকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের বিদেশমন্ত্রীরা।