অন্যান্য

Digital Highway | সমুদ্রের তলায় আমেরিকার সঙ্গে জুড়বে ভারত-সহ ৫টি দেশ! ‘ডিজিটাল হাইওয়ে’ তৈরী করছে META

Digital Highway | সমুদ্রের তলায় আমেরিকার সঙ্গে জুড়বে ভারত-সহ ৫টি দেশ! ‘ডিজিটাল হাইওয়ে’ তৈরী করছে META
Key Highlights

সমুদ্রের তলা দিয়ে ‘ডিজিটাল হাইওয়ে’র মাধ্যমে পাঁচটি মহাদেশকে জুড়তে চলেছে মার্ক জুকারবার্গের সংস্থা META।

সমুদ্রের তলা দিয়ে ‘ডিজিটাল হাইওয়ে’র মাধ্যমে পাঁচটি মহাদেশকে জুড়তে চলেছে মার্ক জুকারবার্গের সংস্থা META। 'আন্ডার সি কেবল প্রোজেক্টে'র মাধ্যমে আমেরিকার সঙ্গে মোট পাঁচটি দেশকে কেবল মাধ্যমে জুড়বে তারা। সমুদ্রের তলায় হবে এই ৫০ হাজার কিলোমিটার পথ নিয়ে তৈরী হবে ‘ডিজিটাল হাইওয়ে’। মূলত, হাইস্পিড ইন্টারনেট কানেক্টিভিটি তৈরির জন্যই এই কেবল পাতছে META। এই প্রজেক্টের কারণে ভারতে হাইস্পিড ইন্টারনেট পরিষেবা, কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ সহ একাধিক ক্ষেত্রে উন্নতি বলে আশা।