প্রতিরক্ষা

Kathua । জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় সেনার কনভয়ে জঙ্গি হামলার ঘটনায় শহীদ ৫ সেনা জওয়ান!

Kathua । জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় সেনার কনভয়ে জঙ্গি হামলার ঘটনায় শহীদ ৫ সেনা জওয়ান!
Key Highlights

ভয়াবহ জঙ্গি হামলার এই ঘটনায় ৫ জন জওয়ান শহিদ হয়েছেন। আহতও হন বেশ কিছু জওয়ান।

সোমবার জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় সেনার কনভয় লক্ষ্য করে হামলা চালায় জঙ্গি। এরপরই শুরু হয় পাল্টা ঘাত-প্রতিঘাত। জানা গিয়েছে, ভয়াবহ জঙ্গি হামলার এই ঘটনায় ৫ জন জওয়ান শহিদ হয়েছেন। আহতও হন বেশ কিছু জওয়ান। জানা যাচ্ছে, জঙ্গিরা প্রথমে সেনার গাড়িতে গ্রেনেড হামলা করে। পরে তারা সেনার গাড়ি টার্গেট করে গুলি চালায়। তবে তৎক্ষণাৎ পাল্টা গুলি চালায় ভারতীয় সেনাও। এলাকা জুড়ে ব্যাপক তল্লাশি শুরু হয়েছে জঙ্গিদের খোঁজে।