Bangladesh | ঢাকায় ৪৩তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের ঊদ্বোধন হলো গতকাল, চলবে ২৫ তারিখ অবধি
গতকাল থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী ৪৩তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন। এবারের সম্মেলন রাজধানী ঢাকার ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে আয়োজন করা হয়েছে।
গতকাল থেকে ঢাকায় শুরু হয়েছে ৪৩তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন। চলবে ২৫ জানুয়ারি অবধি। এই সম্মেলনের আয়োজক জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ। রাজধানী ঢাকার ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে আয়োজন করা হয়েছে এই সম্মেলনের। বাংলাদেশের সঙ্গীতগুণি ফাহমিদা খাতুন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনের দিন গান,নাচ, আবৃত্তি, শ্রুতিনাট্য অনুষ্ঠিত হয়। রবীন্দ্র বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। সম্মেলনের তৃতীয় দিন সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হবে সমাপনী অধিবেশনও।
- Related topics -
- বাংলাদেশ
- রবীন্দ্রনাথ ঠাকুর
- ঢাকা
- পুজো ও উৎসব
- শিল্প সম্মেলন