Puri Jagannath Temple | বজ্র আঁটুনি ফস্কা গেরো! পুরীতে আবর্জনার ঢিবি টপকে মন্দিরের ভেতরে ৪ ব্যক্তি
Wednesday, July 9 2025, 5:44 pm

মঙ্গলবার (৮ জুলাই) মন্দিরের মেঘানাদ পাচেরি অর্থাৎ, দক্ষিণ দিকের সীমানা প্রাচীর বেয়ে অবৈধ ভাবে মন্দিরে ঢুকে পড়েছিল চার অজ্ঞাতপরিচয় ব্যক্তি বলে অভিযোগ।
রথযাত্রা শেষ হয়েছে। তবে পুরীর জগন্নাথ এখনও কড়া নিরাপত্তা বহাল রয়েছে। সেই নিরাপত্তা টপকেই এবার মন্দিরের ভেতরে ঢুকে এলো ৪ অজ্ঞাতপরিচয় ব্যক্তি। অভিযোগ, মঙ্গলবার মন্দিরের মেঘানাদ পাচেরি অর্থাৎ দক্ষিণ দিকের সীমানা প্রাচীর বেয়ে অবৈধ ভাবে মন্দিরে ঢোকে কয়েকজন। মেঘনাদ পাচেরির গায়ে একটা বড় আবর্জনার ঢিবির সাহায্যে প্রাচীর টপকায় তাঁরা। ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন বা SJTA। তদন্ত শুরু করে বিশেষ কমিটি। ডিস্ট্রিক্ট কালেক্টর বলেছেন, ‘গাফিলতি যে ছিল, তা অস্বীকার করার জায়গা নেই।’
- Related topics -
- দেশ
- পুরী
- জগন্নাথ মন্দির
- পুলিশ প্রশাসন
- পুলিশ
- ওড়িশা
- মন্দির