Chhattisgarh Maoist Encounter । ছত্তিসগড়ে মাওবাদী দমন অপারেশনে গুলির লড়াইয়ে খতম ৪, শহিদ ১ জওয়ান
শনিবার রাত থেকে দীর্ঘক্ষণ নিরাপত্তাবাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই চলে। এনকাউন্টারে খতম হয়েছে চার মাওবাদী। মাওবাদীদের ছোড়া গুলিতে এক জওয়ান শহিদ হয়েছেন।
বছরের শুরুতেই শনিবার রাতে মাওবাদী দমন অপারেশন হয়েছিল পুলিশ এবং নায়ারণপুর, দান্তেওয়ারা, জগদলপুর, কোন্দাগাঁওয়ের ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড(DRG) এবং স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ উদ্যোগে। দীর্ঘক্ষন নিরাপত্তাবাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই চলে। ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম হয়েছে ৪ মাওবাদী। মাওবাদীদের ছোড়া গুলিতে জওয়ান শহিদ হয়েছেন DRGর হেড কনস্টেবল সান্নু করম। মাওবাদীদের ডেরা থেকে উদ্ধার হয়েছে একে৪৭ এবং সেল্ফ লোডিং রাইফেল। নায়ারণপুর এবং দান্তেওয়ারা জেলার সীমানায় মাওবাদী অধ্যুষিত অবুঝমাদে এই গুলির লড়াই চলছিল।