Actor Vijay-Stampede | বিজয়ের সভায় পদপিষ্ট হয়ে মৃত ৩৮, "উদ্যোক্তাদের ষড়যন্ত্র "- দাবি ডিএমকে মুখপাত্রের

Sunday, September 28 2025, 4:36 am
Actor Vijay-Stampede | বিজয়ের সভায় পদপিষ্ট হয়ে মৃত ৩৮, "উদ্যোক্তাদের ষড়যন্ত্র "- দাবি ডিএমকে মুখপাত্রের
highlightKey Highlights

দক্ষিণী অভিনেতা বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৮ জনের।


শনিবার তামিলনাড়ুর কারুরে অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের রাজনৈতিক মিছিলে কমপক্ষে ৩০ হাজার মানুষের জমায়েত হয়েছিল। বিশৃঙ্খলার মাঝে পদপিষ্ট হয়ে প্রায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিজয় লেখেন, “আমার হৃদয় টুকরো টুকরো হয়ে গিয়েছে। অবর্ণনীয় দুঃখ-কষ্টে রয়েছি আমি যা শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। আমার ভাই-বোনেরা যারা কারুরে প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।” ডিএমকের মুখপাত্রর দাবি, “এটা অনুষ্ঠানের উদ্যোক্তাদের ষড়যন্ত্র। "




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File