360 Degree Ride | বিনোদন পার্কে ভয়াবহ দুর্ঘটনা! যাত্রী নিয়ে ভেঙে পড়লো ৩৬০ ডিগ্রি ঘূর্ণায়মান জয় রাইড!
Friday, August 1 2025, 12:58 pm

বিনোদন পার্কে যাত্রী নিয়ে ভেঙে পড়লো ৩৬০ ডিগ্রি ঘূর্ণায়মান রাইড।
বিনোদন পার্কে যাত্রী নিয়ে ভেঙে পড়লো ৩৬০ ডিগ্রি ঘূর্ণায়মান রাইড। ঘটনাটি ঘটেছে সৌদি আরবের পাহাড়ি শহর তাইফের জনপ্রিয় রিসোর্ট আল হাদা এলাকায় অবস্থিত গ্রিন মাউন্টেন বিনোদন পার্কে। জানা গিয়েছে, সেই রাইড যখন যাত্রীতে ভর্তি ঠিক তখনই একটি ফাটলের শব্দ শোনা যায়। তারপরই বিকট জোরে আওয়াজ হয় আর কেন্দ্রীয় খুঁটিটি দু ভাগে বিভক্ত হয়ে ভেঙে পড়ে। দুর্ঘটনার জেরে কেউ আসন থেকে ছিটকে পড়েন মাটিতে। আবার কেউ গন্ডোলার সঙ্গেই সজোরে মাটিতে পড়ে তীব্র আঘাত পান। দুর্ঘটনার জেরে আহত হন ২৩ জন।
- Related topics -
- আন্তর্জাতিক
- সৌদি আরব
- ভাইরাল