বিনোদন

Nitin Chauhan | ৩৫ বছর কয়সে প্রয়াত টেলি অভিনেতা নীতিন চৌহান! কীভাবে মৃত্যু হয় টেলি অভিনেতার

Nitin Chauhan | ৩৫ বছর কয়সে প্রয়াত টেলি অভিনেতা নীতিন চৌহান! কীভাবে মৃত্যু হয় টেলি অভিনেতার
Key Highlights

৩৫ বছর বয়সে হঠাৎ মৃত্যু হলো টেলি অভিনেতা নীতিন চৌহানের। 'দাদাগিরি ২' খ্যাত এই অভিনেতা আত্মহত্যা করেছেন বলে ধারণা।

৩৫ বছর কয়সে প্রয়াত টেলি অভিনেতা নীতিন চৌহান। রিয়েলিটি শো ‘দাদাগিরি ২’ বিজয়ী তিনি। নীতিনকে দেখা গিয়েছিলো MTV স্প্লিটসভিলা, ক্রাইম পেট্রোল, 'তেরে ইয়ার হুঁ'র মতো একাধিক শোতেও। আজ শুক্রবার সকালে মুম্বইতেই মৃত্যু হয় অভিনেতার। প্রয়াত অভিনেতা নীতিনের কাছের বন্ধু কুলদীপ টাইমস অফ ইন্ডিয়াকে জানান, 'ওঁরা এই মৃত্যুকে আত্মহত্যা বলেই উল্লেখ করেছেন। তবে আমি শুনে অবাক। আগামী মাসেই দিল্লিতে আসার কথা ছিল নীতিনের।’ অভিনেতা নীতিন চৌহানের প্রয়াণে শোক প্রকাশ করেছেন তাঁর অনুরাগী, বন্ধু, সহকর্মীরা।