Local Train Cancelled | শনি-রবি শিয়ালদহ শাখায় বাতিল ৩৩টি লোকাল, ভোগান্তিতে যাত্রীরা
Friday, July 4 2025, 6:00 pm
Key Highlightsশিয়ালদা শাখায় সপ্তাহান্তে ৩১টি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হল। শনিবার দুটি ট্রেন বাতিল থাকবে।
দমদম লাইনে কাজের জন্যে শনি রবি শিয়ালদহ শাখায় বাতিল করা হলো মোট ৩৩টি ট্রেন। শনিবার বাতিল থাকবে আপ ৩২২৪৯ শিয়ালদা টু ডানকুনি লোকাল ট্রেন এবং ডাউন ৩২২৫২ ডানকুনি টু শিয়ালদা লোকাল ট্রেন। রবিবার শিয়ালদা হাবরা শাখার আপ ৩৩৬৫১, আপ ৩৩৬৫৩, ডাউন ৩৩৬৫২, ডাউন ৩৩৬৫৪ এই চারটি ট্রেন এবং শিয়ালদা বনগাঁ শাখার আপ ৩৩৮১১, আপ ৩৩৮১৭, ডাউন ৩৩৮২৪, ডাউন ৩৩৮২৬ চারটি ট্রেন বাতিল হয়েছে। বাতিল হয়েছে শিয়ালদা ডানকুনি শাখা, শিয়ালদা নৈহাটি শাখা এবং লক্ষ্মীকান্তপুর নামখানা শাখার একাধিক ট্রেন।

