HS Exam | উচ্চ মাধ্যমিকে ৩০% নম্বর তুলতে হবে কম্পালসরি ইলেক্টিভ-অপশনালেও! ঘোষণা শিক্ষা সংসদের
Sunday, April 27 2025, 2:36 pm
Key Highlightsউচ্চমাধ্যমিকে কম্পালসরি ইলেক্টিভ এবং অপশনালের পাঁচটি বিষয়ের প্রতিটিতে ন্যূনতম ৩০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হলে তবেই পরীক্ষায় কৃতকার্য হিসাবে গণ্য করা হবে।
উচ্চমাধ্যমিক নিয়ে বড়ো ঘোষণা শিক্ষা সংসদের। একটি বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা সংসদ জানিয়েছে, উচ্চ মাধ্যমিকে কম্পালসারি ইলেক্টিভ এবং অপশনাল এর মধ্যে তিনটি বিষয়ের প্রতিটিতে ন্যূনতম নম্বর ৩০ শতাংশ নিয়ে উত্তীর্ণ হলে, তবেই পরীক্ষায় তাদের কৃতকার্য হিসাবে গণ্য করা হবে। অর্থাৎ বাংলা এবং ইংরেজির মতো ভাষার বিষয়গুলিতে তো বটেই, তিনটে ‘কম্পালসরি ইলেক্টিভ’ এবং একটি ‘অপশনাল’ বিষয়ের মধ্যেও তিনটি বিষয়ে পাশ করতে হবে পড়ুয়াদের। উল্লেখ্য, উচ্চ মাধ্যমিক স্তরে ইতিমধ্যেই চালু হয়েছে সেমেস্টার ব্যবস্থা।
- Related topics -
- দেশ
- রাজ্য
- উচ্চমাধ্যমিক
- উচ্চমাধ্যমিক রেজাল্ট
- উচ্চমাধ্যমিক 2025
- শিক্ষা ব্যবস্থা
- শিক্ষামূলক
- শিক্ষাদফতর
- শিক্ষা
- শিক্ষা প্রতিষ্ঠান
- শিক্ষার্থী
- উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ
- শিক্ষাগত যোগ্যতা
- মধ্যশিক্ষা পর্ষদ
- শিক্ষামন্ত্রী

