Parliament News । ভুয়ো আধার কার্ড দেখিয়ে সংসদে প্রবেশ! গ্রেফতার ৩ যুবক!
Friday, June 7 2024, 6:06 am
Key Highlightsভুয়ো আধার কার্ড দেখিয়ে সংসদে ঢোকার চেষ্টা! গ্রেফতার ৩ যুবক। সূত্রের খবর, তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশের হাতে তুলে দিয়েছে সিআইএসএফ।
ভুয়ো আধার কার্ড দেখিয়ে সংসদে ঢোকার চেষ্টা! গ্রেফতার ৩ যুবক। সূত্রের খবর, তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশের হাতে তুলে দিয়েছে সিআইএসএফ। বৃহস্পতিবার শ্রমিকদের রুটিন পরিচয়পত্র যাচাই পর্বে ওই তিন যুবকের পরিচয়পত্র দেখে সন্দেহ হয় সিআইএসএফ জওয়ানদের। যাচাই করে দেখা যায়, কাশিম, মনিশ এবং সোয়েব নামের ওই তিন যুবক ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে সংসদ চত্বরে কাজ করছিলেন। ইতিমধ্যেই ওই তিন যুবকের বিরুদ্ধে মূলত প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ দায়ের হয়েছে।

