Delhi IAS Coaching Center | দিল্লির কোচিং সেন্টারে ৩ পড়ুয়ার জলে ডুবে মৃত্যু! দিল্লিতে সিল করা হলো ১৩টি কোচিং সেন্টার

Monday, July 29 2024, 7:46 am
Delhi IAS Coaching Center | দিল্লির কোচিং সেন্টারে ৩ পড়ুয়ার জলে ডুবে মৃত্যু! দিল্লিতে সিল করা হলো ১৩টি কোচিং সেন্টার
highlightKey Highlights

দিল্লিতে কোচিং সেন্টারে জলে ডুবে ৩ পড়ুয়ার মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে।


দিল্লিতে কোচিং সেন্টারে জলে ডুবে ৩ পড়ুয়ার মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। ২৮ জুলাই ইউপিএসসি কোচিং সেন্টারের বেসমেন্টের দরজা ভেঙে একসঙ্গে প্রচুর জল ভরে গিয়েছিল। তখন বেসমেন্টে মোট ৩০ জন ছিলেন। প্রায় সকলেই নিরাপদ থাকলেও ৩ পড়ুয়ার জলে ডুবে মৃত্যু হয়। এই ঘটনায় রাউ'স কোচিং সেন্টারের সিইও অভিষেক গুপ্তা এবং সংস্থার কোঅর্ডিনেটর ডিপি সিংকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। এছাড়াও দিল্লিজুড়ে বন্ধ করে দেওয়া হয় ১৩টি বেআইনি কোচিং সেন্টার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File