দেশ

Madhya Pradesh | পাইপলাইনের ছিদ্র দিয়ে ঢুকেছে নোংরা, দূষিত জল পান করে মৃত ৩, অসুস্থ শতাধিক!

Madhya Pradesh | পাইপলাইনের ছিদ্র দিয়ে ঢুকেছে নোংরা, দূষিত জল পান করে মৃত ৩, অসুস্থ শতাধিক!
Key Highlights

দূষিত জল পান করায় মৃত্যু একাধিকের। অসুস্থ শতাধিক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে।

দূষিত জল পান করায় মৃত্যু একাধিকের। অসুস্থ শতাধিক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। সেখানের ভাগীরথপুরা এলাকায় পানীয় জল সরবরাহ পাইপলাইনে একটি ছিদ্র ধরা পড়েছে। ওই জায়গায় একটি শৌচাগার নির্মাণ করা হয়েছিল। এই ছিদ্রটি দিয়েই দূষিত জল পাইপলাইনে প্রবেশ করেছে বলেই আশঙ্কা করা হচ্ছে। সেই দূষিত জল পান করে অন্ততপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। হাসপাতালে চিকিৎসাধীন একশোর বেশি মানুষ। নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং অসুস্থদের বিনামূল্যে চিকিৎসার কথা ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।