Murshidabad Bomb Explosion । বাঁধা হচ্ছিলো বোমা, বিস্ফোরণে উড়লো বাড়ি, মুর্শিদাবাদে মৃত ৩
Monday, December 9 2024, 4:39 am
Key Highlights
বোমা বাঁধতে গিয়ে অঘটন। বিস্ফোরণে উড়লো বাড়ি। মুর্শিদাবাদের সাগরপাড়ার খয়েরতলায় মৃত্যু হল অন্ততপক্ষে ৩ জনের।
বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। মুর্শিদাবাদের সাগরপাড়ার খয়েরতলায় মৃত্যু হল অন্ততপক্ষে ৩ জনের, জখম একাধিক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড। পুলিশ সূত্রে খবর, মৃত মুস্তাকিন শেখের (২৮) বাড়ি মহাতাব কলোনিতে। মামন মোল্লা (৩০) ও সাকিরুল ইসলামের (৩২) বাড়ি খয়েরতলায়। মামন মোল্লার বাড়িতে বাঁধা হচ্ছিল বোমা। বিস্ফোরণের ফলে উড়ে গিয়েছে পাকা ঘরের ছাঁদ। ঠিক কী কারণে ওই বোমা বাঁধা হচ্ছিল তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।
- Related topics -
- রাজ্য
- বোমা বিস্ফোরণ
- বোমাতঙ্ক
- বোমা উদ্ধার
- গাড়ি বোমা বিস্ফোরণ
- মুর্শিদাবাদ
- পশ্চিমবঙ্গ
- অস্বাভাবিক মৃত্যু
- মৃত্যু
- আহত