Murshidabad Bomb Explosion । বাঁধা হচ্ছিলো বোমা, বিস্ফোরণে উড়লো বাড়ি, মুর্শিদাবাদে মৃত ৩

Monday, December 9 2024, 4:39 am
highlightKey Highlights

বোমা বাঁধতে গিয়ে অঘটন। বিস্ফোরণে উড়লো বাড়ি। মুর্শিদাবাদের সাগরপাড়ার খয়েরতলায় মৃত্যু হল অন্ততপক্ষে ৩ জনের।


বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। মুর্শিদাবাদের সাগরপাড়ার খয়েরতলায় মৃত্যু হল অন্ততপক্ষে ৩ জনের, জখম একাধিক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড। পুলিশ সূত্রে খবর, মৃত মুস্তাকিন শেখের (২৮) বাড়ি মহাতাব কলোনিতে। মামন মোল্লা (৩০) ও সাকিরুল ইসলামের (৩২) বাড়ি খয়েরতলায়। মামন মোল্লার বাড়িতে বাঁধা হচ্ছিল বোমা। বিস্ফোরণের ফলে উড়ে গিয়েছে পাকা ঘরের ছাঁদ। ঠিক কী কারণে ওই বোমা বাঁধা হচ্ছিল তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File