Arambag | ফেসবুক থেকে আলাপ, গাড়িতে তুলে নিয়ে তরুণীকে গণধর্ষণ, আরামবাগে গ্রেফতার ৩

ফেসবুকে পরিচিত বন্ধুর কথায় গাড়ি করে ঘুরতে গিয়েছিল তরুণী। পথেই মদ খাইয়ে গাড়ির মধ্যে তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ এলাকায়।
বৃহস্পতিবার আরামবাগের গৌরহাটিতে দুই তরুণীকে ঘুরতে নিয়ে যাওয়ার ছলে ধর্ষণের অভিযোগ। সেদিন বিকেলে গৌরহাটি মোড় এলাকায় কেনাকাটা করতে বেরিয়েছিল দুই বোন। ফেরার সময় বড়বোনের সঙ্গে দেখা হয় ফেসবুক ফ্রেন্ড মারুফুদ্দিনের। তিন বন্ধুকে নিয়ে গাড়ি করে যাচ্ছিলেন যুবক। অভিযোগ, দুই তরুণীকে ঘুরতে যাওয়ার জন্যে জোরাজুরি করে গাড়িতে তোলে অভিযুক্তেরা। গাড়ির মধ্যেই মদ খাইয়ে বড়বোনকে একাধিকবার ধর্ষণ করা হয়। ছোটবোনকেও শ্লীলতাহানি করা হয়। দুই তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। ধরা পড়েছে ৩ অভিযুক্ত। পলাতক মূল অভিযুক্ত মারুফুদ্দিন।