Ramnavami | রামনবমীতে অশান্তি রুখতে ২৯ জন IPSকে বিশেষ দায়িত্ব! ড্রোন দিয়ে নজরদারি চালাবে পুলিশ!

Saturday, April 5 2025, 7:35 am
highlightKey Highlights

সামারি. হওয়ার আশঙ্কায় রাজ্যের সর্বত্র এলাকাভিত্তিক নজরদারি চালাতে ২৯ জন আইপিএসকে বিভিন্ন জেলার বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে বলে খবর।


আগামিকাল, রবিবার রামনবমী। এদিন অশান্তি হওয়ার আশঙ্কায় রাজ্যের সর্বত্র এলাকাভিত্তিক নজরদারি চালাতে ২৯ জন আইপিএসকে বিভিন্ন জেলার বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে বলে খবর। ২৯ জন আইপিএসকে ইসলামপুর, কোচবিহার, মালদা, হাওড়া রুরাল, শিলিগুড়ি, চন্দননগর এবং ব্যারাকপুরের বিভিন্ন এলাকায় ৫ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি একাধিক জেলায় নজরদারি চালানোর জন্য ড্রোন ব্যবহার করবে পুলিশ। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশের টহলদারি এবং নাকা চেকিং শুরু হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File