Myanmar-Indian Citizen | চাকরির টোপ দিয়ে বিদেশে পাচার! মিয়ানমার থেকে ২৭ জন ভারতীয় যুবককে উদ্ধার কেন্দ্রের

Sunday, January 11 2026, 5:50 am
Myanmar-Indian Citizen | চাকরির টোপ দিয়ে বিদেশে পাচার! মিয়ানমার থেকে ২৭ জন ভারতীয় যুবককে উদ্ধার কেন্দ্রের
highlightKey Highlights

ভারত সরকারের কূটনৈতিক তৎপরতা এবং বিদেশ মন্ত্রকের বিশেষ হস্তক্ষেপে এই উদ্ধারকাজ সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।


থাইল্যান্ডে চাকরির টোপ দিয়ে পাচারকারী এজেন্টরা নিয়ে গিয়েছিল বিদেশে। মিয়ানমারের দুর্গম এলাকায় তিথী উদ্ধার করে আনা হলো ২৭ জন ভারতীয় যুবককে। ভারত সরকারের কূটনৈতিক তৎপরতা এবং বিদেশ মন্ত্রকের বিশেষ হস্তক্ষেপে শনিবার তাঁরা দিল্লিতে ফিরেছেন। অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ওই যুবকদের বিদেশে নিয়ে যাওয়া হতো। তারপর তাঁদের পাসপোর্ট কেড়ে নিয়ে সাইবার জালিয়াতির কাজ করতে বাধ্য করা হতো। কাজ করতে না চাইলে তাঁদের শারীরিক নির্যাতনের ভয় দেখানো হতো বলে অভিযোগ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File