SSC | সুপ্রিম কোর্টে ঝুলেই রইল ২৬ হাজার চাকুরিজীবীর ভবিষ্যৎ! পরবর্তী শুনানি ২০২৫ সালে
Thursday, December 19 2024, 11:47 am
Key Highlights
আজ, বৃহস্পতিবার সকাল থেকে এই মামলায় সুপ্রিম কোর্টে চলছিল শুনানি। যা শেষ হতে হতে হয়ে যায় বিকেল।
শীর্ষ আদালতে ঝুলেই রইল ২৬ হাজার চাকুরিজীবীর ভবিষ্যৎ। এই মামলায় পরবর্তী শুনানি হবে ২০২৫ সালের জানুয়ারি মাসে। আজ, বৃহস্পতিবার সকাল থেকে এই মামলায় সুপ্রিম কোর্টে চলছিল শুনানি। যা শেষ হতে হতে হয়ে যায় বিকেল। এদিন শুনানিতে স্পষ্ট হয়ে গিয়েছে যে, যোগ্য অযোগ্যে পৃথকীকরণের জন্য যে অরিজিনাল ওএমআর শিট প্রয়োজন তা যে নেই এসএসসির কাছে। অন্যদিকে, এসএসসির ২০১৬ সালের পুরো প্যানেল নিয়ে সন্দেহ প্রকাশ করে ‘ডাল মে কুছ কালা হ্যয়, ইয়া সব কুছ কালা হ্যয়?’ মন্তব্যও করতে দেখা যায় প্রধান বিচারপতিকে।
- Related topics -
- দেশ
- ভারত
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- এসএসসি
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত