২৫ হাজার কোটি টাকার চুক্তি! বুলেট ট্রেন প্রকল্প নিয়ে L&T-র সঙ্গে বড় চুক্তি করল এনএইচএসআরসিএল ।
Friday, November 27 2020, 1:29 pm
Key Highlightsআমদাবাদ-মুম্বই বুলেট ট্রেন প্রকল্পের জন্য বৃহস্পতিবার এল অ্যান্ড টি-র সঙ্গে দেশের সবচেয়ে বড় প্রায় ২৫ হাজার কোটি টাকার চুক্তি করে এনএইচএসআরসিএল। এল অ্যান্ড টি জানিয়েছে, ইতিমধ্যেই তারা কাজ শুরু করার প্রস্তুতিও নিয়ে ফেলেছে। বুলেট ট্রেন প্রকল্প নিয়ে মহারাষ্ট্রের সঙ্গে জমি নিয়ে একটা টানাপড়েন চলছে কেন্দ্রের। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের এই প্রকল্পের কাজ থমকে গিয়েছে। মহারাষ্ট্রের অংশ টুকু বাদ দিয়ে গুজরাতে কাজ শুরু করার জন্য প্রধানমন্ত্রী রেলকে সবুজ সঙ্কেত দিয়েছেন। এই গোটা প্রকল্পের মধ্যে ৩২৫ কিলোমিটার পথ পড়ছে গুজরাতের অংশে। সেখানেই এল অ্যান্ড টি-কে কাজ শুরু করার অনুমতি দিয়েছে এনএইচএসআরসিএল।
- Related topics -
- পরিবহন
- বুলেট ট্রেন
- এল অ্যান্ড টি
- এনএইচএসআরসিএল
- মহারাষ্ট্র
- গুজরাট
- নরেন্দ্র মোদি
- প্রধানমন্ত্রী
- মুম্বাই
- আমেদাবাদ

