Bengaluru | সিনেমার আগে ২৫ মিনিটের অ্যাড! রাগে প্রেক্ষাগৃহের বিরুদ্ধে মামলা ঠুকলো যুবক, মিললো জরিমানার ৬৫ হাজার
Wednesday, February 19 2025, 4:26 pm

অভিযোগ, সিনেমা শুরুর আগে টানা ২৫ মিনিট ধরে বিজ্ঞাপন চলে। এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ হন অভিষেক। জনপ্রিয় সিনেমা হল এবং টিকিট বুকিং সংস্থার বিরুদ্ধে মামলা করেন যুবক।
বেঙ্গালুরুর জনপ্রিয় প্রেক্ষাগৃহ পিভিআর আইনক্সে সিনেমা দেখতে গিয়েছিলো এক যুবক। সিনেমা শেষ হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬:৩০ এ। তারপর গুরুত্বপূর্ণ কাজ ছিল তাঁর। তবে সিনেমা শুরুর আগে ২৫ মিনিট ধরে বিজ্ঞাপন দেখানো হয়। ফলে ক্ষুদ্ধ হয়ে বছর তিরিশের অভিষেক আইনক্স এবং বুক মাই শো এর বিরুদ্ধে মামলা ঠোকেন। আদালত পিভিআর এবং আইনক্সকে সময় নষ্টের জন্য ৫০ হাজার টাকা, মানসিক হেনস্থার জন্য ৫০০০ টাকা এবং যুবকের মামলা বাবদ ১০ হাজার টাকা জরিমানা করেছে।
- Related topics -
- দেশ
- বেঙ্গালুরু
- সিনেমাহল
- সিনেমাা
- জনস্বার্থ মামলা
- জরিমানা