Manipur | ২৪ ঘণ্টা আল্টিমেটাম মেতেই নাগরিক সমাজের! মুখ্যমন্ত্রী বিরেনের ডাকা বৈঠকে গরহাজির ১১ বিধায়ক
Tuesday, November 19 2024, 10:44 am
Key Highlights৭ নভেম্বর থেকে নতুন করে উত্তপ্ত মণিপুর। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ জনের।
৭ নভেম্বর থেকে নতুন করে উত্তপ্ত মণিপুর। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ জনের। পরিস্থিতি সামাল দিতে গত ১৪ নভেম্বর নতুন করে লাগু হয়েছে আফস্পা। বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। মোতায়েন করা হয়েছে মোট এক লক্ষ আধাসেনা। কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয় অল আউট অভিযানে নামার। এই আবহে এনডিএ বিধায়কদের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী বিরেন সিং। কিন্তু কোনও কারণ না দেখিয়েই গরহাজির এনপিপির ১১ বিধায়ক। এদিকে পরিস্থিতি সামাল দিতে ২৪ ঘণ্টা আল্টিমেটাম দিয়েছে মেতেই নাগরিক সমাজ।
- Related topics -
- মনিপুর
- দেশ
- ভারত
- ভারতীয় সেনা

