Kerala Man Kills 5 | ক্যানসার আক্রান্ত মা-কে হামলা! বান্ধবী ও ছোট ভাই-সহ পর পর ৫ জনকে খুন করে থানায় আত্মসমর্পণ যুবকের!

Tuesday, February 25 2025, 6:30 pm
Kerala Man Kills 5 | ক্যানসার আক্রান্ত মা-কে  হামলা! বান্ধবী ও ছোট ভাই-সহ পর পর ৫ জনকে খুন করে থানায় আত্মসমর্পণ যুবকের!
highlightKey Highlights

পর পর ৫ জনকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করল ২৩ বছর বয়সি এক যুবক!


পর পর ৫ জনকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করল ২৩ বছর বয়সি এক যুবক! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কেরলে। জানা গিয়েছে, অভিযুক্ত আফান নিজের ক্যানসার আক্রান্ত মা সহ মোট ছ জনের উপরে হামলা চালিয়েছিল। প্রথমে নিজের মা এবং বান্ধবীর উপরে ধারাল অস্ত্র নিয়ে আঘাত করে আফান। এর পর একটি হাতুড়ি দিয়ে নিজের ১৩ বছর বয়সি ভাইকে খুন করে সে। পরে নিজের কাকার বাড়ি গিয়ে কাকা এবং কাকিমাকে খুন করে আফান। সবশেষে নিজের ঠাকুমাকে খুন করে সে। পর পর খুন করে সোজা ভেনজারামুদু থানায় গিয়ে আত্মসমর্পণ করে ওই যুবক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File