খেলাধুলা

Ranji Trophy । চার দশক পর রঞ্জিতে ডেবিউ জলপাইগুড়ির 'ঘরের ছেলে'র! খেলছেন বাংলার হয়ে

Ranji Trophy । চার দশক পর রঞ্জিতে ডেবিউ জলপাইগুড়ির 'ঘরের ছেলে'র! খেলছেন বাংলার হয়ে
Key Highlights

রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে খেলছেন জলপাইগুড়ির ২৩ বছরের মিডিয়াম পেসার ঋষভ বিবেক।

রঞ্জি ট্রফিতে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ কর্ণাটকের বিরুদ্ধে খেলছে বাংলা‌। এবার বাংলার হয়ে খেলার সুযোগ পেয়েছেন জলপাইগুড়ির ২৩ বছরের মিডিয়াম পেসার 'ঋষভ বিবেক'। প্রায় চার দশক পর জলপাইগুড়ির কোনও ক্রিকেটার রঞ্জি ট্রফির সিনিয়র দলে‌ খেলার সুযোগ পেল। ঋষভের মাঠে নামার‌ খবরে রীতিমতো উচ্ছসিত জলপাইগুড়ি জেলার ক্রীড়ামহল। খুশি জলপাইগুড়ির বাসিন্দারাও। প্রসঙ্গত, জলপাইগুড়ির আরএসএ ক্লাবে প্রশিক্ষণের মধ্য দিয়ে বাংলা‌ দলে যোগদান করেছিলেন ঋষভ। অনূর্ধ্ব-২৩ বাংলা‌ ক্রিকেট দলের হয়েও খেলেছেন তিনি। অবশেষে সুযোগ মিললো সিনিয়র দলে।