Weather Update | ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর হবে ২০২৬! ‘এল নিনো’র দাপটে দেখা দেবে তীব্র গরম-দুর্বল বর্ষা!

Friday, January 23 2026, 1:45 am
Weather Update | ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর হবে ২০২৬! ‘এল নিনো’র দাপটে দেখা দেবে তীব্র গরম-দুর্বল বর্ষা!
highlightKey Highlights

২০২৬ এ অতীতের সেই সব রেকর্ড ভাঙতে চলেছে এমনটাই পূর্বাভাস ক্যানাডার বিজ্ঞানীদের।


মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছর হতে চলেছে ২০২৬! ২০২৬ এ অতীতের সেই সব রেকর্ড ভাঙতে চলেছে এমনটাই পূর্বাভাস ক্যানাডার বিজ্ঞানীদের। গুজরাটের সুরাট এলাকায় ইতিমধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির ঘর ছাড়িয়েছে। বিজ্ঞানীরা বলছেন, ২০২৬ এর পরিস্থিতি একেবারে অন্য রকম হতে চলেছে। 'লা নিনা' পরিস্থিতি অতি দ্রুত পাল্টে গিয়ে শুরু হতে যাচ্ছে 'এল নিনো'। এর প্রাবল্য এ বার এতটাই বেশি হবে যে, ভারতীয় উপমহাদেশে একই সঙ্গে তীব্র গরম ও দুর্বল বর্ষা দেখা দিতে চলেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File