Mohammad Azharuddin | ২০ কোটি টাকা তছরুপের অভিযোগ! মহম্মদ আজহারউদ্দিনকে তলব করলো ইডি
Thursday, October 3 2024, 10:09 am
Key Highlightsমহম্মদ আজহারউদ্দিন আবারও দুর্নীতির অভিযোগে জড়িয়ে পড়েন , ইডির তলবে।
মহম্মদ আজহারউদ্দিনকে তলব করলো ইডি। তার বিরুদ্ধে অভিযোগ, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি থাকাকালীন ২০ কোটি টাকা তছরুপ করেছেন তিনি। হায়দরাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে জেনারেটর, অগ্নিনির্বাপক যন্ত্র কেনার নামে ওই টাকা সরানো হয়েছে। এছাড়াও এইচসিএ’র ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে দেওয়ার অভিযোগও উঠেছে আজহারের বিরুদ্ধে। পাশাপাশি, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্য সদস্যরা আজহারের বিরুদ্ধে বিসিসিআইয়ে অভিযোগও জানান। তবে ইডি এই প্রথমবার আজহারকে তলব করল। বৃহস্পতিবারই তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
- প্রতারণা
- আর্থিক প্রতারণা

