Jaipur Accident | পেট্রোল পাম্পের বাইরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! ঝলসে মৃত্যু অন্তত ৫জনের! আহত ৩০! জ্বলে গিয়েছে ২০টি গাড়ি

Friday, December 20 2024, 7:19 am
Jaipur Accident | পেট্রোল পাম্পের বাইরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! ঝলসে মৃত্যু অন্তত ৫জনের! আহত ৩০! জ্বলে গিয়েছে ২০টি গাড়ি
highlightKey Highlights

শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ পেট্রোল পাম্পে একটি CNG ট্যাঙ্কার দাঁড়িয়েছিল। এমন সময়ে ট্রাক এসে ধাক্কা মারে ওই ট্যাঙ্কারে।


রাজস্থানের জয়পুরে পেট্রোল পাম্পের বাইরে ভয়াবহ দুর্ঘটনা! দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের জেরে হয় বিস্ফোরণ। শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ পেট্রোল পাম্পে একটি CNG ট্যাঙ্কার দাঁড়িয়েছিল। এমন সময়ে ট্রাক এসে ধাক্কা মারে ওই ট্যাঙ্কারে। আগুন লেগে যায় পাম্পে দাঁড়িয়ে থাকা আশেপাশের গাড়িগুলিতেও। দুর্ঘটনায় ঝলসে মৃত্যু অন্তত ৫জনের! আহত কমপক্ষে ৩০ জন। জ্বলে গিয়েছে ২০টি গাড়ি।বিস্ফোরণের জোর এতটাই বেশি ছিল যে আশেপাশের এলাকা কেঁপে ওঠে। কয়েক কিলোমিটার দূর থেকেও কালো ধোঁয়া দেখতে পাওয়া যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File