Nepal Landslide | নেপালে ধসের জেরে ত্রিশূলী নদীতে ভেসে গেল যাত্রীবাহী ২টি বাস! নিখোঁজ অন্তত ৬৩! আশঙ্কা মৃত্যুরও!
Friday, July 12 2024, 8:14 am
Key Highlightsশুক্রবার নেপালের মদন-অশ্রিত হাইওয়েতে ভয়াবহ ভূমিধস। আর সেই ধসের জেরে ত্রিশূলী নদীতে ভেসে গিয়েছে দুটি বাস।
শুক্রবার নেপালের মদন-অশ্রিত হাইওয়েতে ভয়াবহ ভূমিধস। আর সেই ধসের জেরে ত্রিশূলী নদীতে ভেসে গিয়েছে দুটি বাস। সূত্রের খবর, দুটি বাস মিলিয়ে অন্তত ৬৩ জন ছিলেন। যার মধ্যে রয়েছেন ৭জন ভারতীয়।প্রসঙ্গত,গতকাল থেকেই ওই অঞ্চলে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। বর্ষার মরসুম শুরু হওয়ার পর থেকে, নেপালে বৃষ্টি-সম্পর্কিত বিভিন্ন ঘটনায় কমপক্ষে ৬২ জনের মৃত্যু হয়েছে। আরও ৯০ জন আহত হয়েছেন। ধসেই মৃত্যু হয়েছে ৩৪ জনের। গোটা নেপালে মোট ১,০৫৮টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে।

