Jammu Kashmir | ৬০ ঘন্টায় পর পর ৩ জঙ্গি হামলায় আতঙ্কিত কাশ্মীর! নিহত ১ জওয়ান ! নিকেশ ১ জঙ্গিও!

Wednesday, June 12 2024, 10:51 am
Jammu Kashmir |  ৬০ ঘন্টায় পর পর ৩ জঙ্গি হামলায় আতঙ্কিত কাশ্মীর! নিহত ১ জওয়ান ! নিকেশ ১ জঙ্গিও!
highlightKey Highlights

রিয়াসিতে পুণ্যার্থীদের বাসে হামলার ৩ দিনের মধ্যে আরও ২ জঙ্গি হামলা জম্মু ও কাশ্মীরে।


রিয়াসিতে পুণ্যার্থীদের বাসে হামলার ৩ দিনের মধ্যে আরও ২ হামলা জম্মু ও কাশ্মীরে। পর পর হামলায় শহিদ হয়েছেন ১ জওয়ান। আহত হয়েছেন ৫ জওয়ান-সহ ৬ জন। খতম হয়েছে এক জঙ্গিও।গত মঙ্গলবার কাঠুয়ার হীরানগর এলাকার সাইদা গ্রামে হামলা চালায় জেহাদিরা। এর পর শেষ রাতের দিকে আরও এক হামলার ঘটনা ঘটে জম্মুর ডোডা জেলার। ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ ঘনিষ্ঠ সংগঠন কাশ্মীর টাইগার্স। সব মিলিয়ে মাত্র ৬০ ঘন্টায় পর পর ৩ জঙ্গি হামলায় আতঙ্কিত গোটা উপত্যকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File