Pahalgam Terror Attack | কলকাতায় ফিরেছে কফিনবন্দি দুই মরদেহ, শখের কাশ্মীর আজ শোকের কাশ্মীর !

বুধবার সন্ধেয় কলকাতায় ফিরল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত ২ পর্যটকের দেহ।
কাশ্মীরের পহেলগাঁওয়ে জেহাদি হামলায় প্রাণ গিয়েছে তিন বঙ্গসন্তানের। এদিন সন্ধ্যায় স্বর্গরাজ্য থেকে কফিনবন্দি হয়ে শহরে ফিরলো তাদের মৃতদেহ। বুধবার সন্ধ্যায় দমদম বিমানবন্দরে নেমেছে বেহালার সখেরবাজারের বাসিন্দা সমীর গুহ এবং বৈষ্ণবঘাটা পাটুলির বাসিন্দা বিতান অধিকারীর দেহ। রাঁচি থেকে পুরুলিয়ায় ফিরবে মণীশরঞ্জন মিশ্রের মরদেহ। এদিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং মন্ত্রী ফিরহাদ হাকিম। ছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পলেরাও। মৃতদের পরিবারকে সাহায্যের আশ্বাস দেন তারা।