Saradha Scam | ১২ বছর পর বেকসুর খালাস! সারদা চিটফান্ড মামলায় স্বস্তি মূল দুই অভিযুক্ত সুদীপ্ত সেন ও দেবযানীর!
Tuesday, August 19 2025, 9:55 am

১২ বছর পর তিনটি মামলায় বেকসুর খালাস সারদা চিটফান্ড মামলার মূল দুই অভিযুক্ত সুদীপ্ত সেন ও দেবযানী!
১২ বছর পর তিনটি মামলায় বেকসুর খালাস সারদা চিটফান্ড মামলার মূল দুই অভিযুক্ত সুদীপ্ত সেন ও দেবযানী! এদিন সারদার তিনটি মামলায় ১১ নম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিধিশ্রী দুজনকেই বেকসুর খালাস করেন। তিন আমানতকারীর অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের হয়। তবে আপাতত জেল থেকে মুক্তি পাচ্ছেন না তাঁরা। উল্লেখ্য,২০১৩ সালে চিটফান্ড মামলায় গ্রেফতার হয়েছিলেন সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। তাদের বিরুদ্ধে মোট ২৫০টি মামলা রয়েছে রাজ্যের করা। এর মধ্যে ২১৪টি মামলায় তারা জামিন পেলেও বাকি মামলায় জামিন পাননি।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- সারদা কান্ড
- জামিন
- চিটফান্ড