Myntra | ইডির নজরে Myntra! বিদেশি বিনিয়োগ আইন লঙ্ঘন করায় দায়ের ১৫৬৪ কোটি টাকার মামলা!

Wednesday, July 23 2025, 10:18 am
highlightKey Highlights

১৫৬৪ কোটি টাকার মামলা দায়ের করা হয়েছে মিন্ত্রা ডিজাইনস প্রাইভেট লিমিটেড ও সম্পর্কিত সংস্থাগুলির বিরুদ্ধে।


প্রতিদিন অসংখ্য মানুষ ই-কমার্স প্ল্যাটফর্ম ‘মিন্ত্রা’(Myntra) থেকে কেনাকাটি করে থাকেন। এবার সেই মিন্ত্রার বিরুদ্ধে উঠলো বিদেশি বিনিয়োগ আইন লঙ্ঘনের অভিযোগ। ১৫৬৪ কোটি টাকার মামলা দায়ের করা হয়েছে মিন্ত্রা ডিজাইনস প্রাইভেট লিমিটেড ও সম্পর্কিত সংস্থাগুলির বিরুদ্ধে। মামলায় অভিযুক্ত সংস্থার ডিরেক্টরদের নামও রয়েছে। ইডির বেঙ্গালুরু জোনাল অফিসের তরফে একটি বিবৃতি পেশ করে জানানো হয়েছে, মিন্ত্রা মাল্টি ব্র্যান্ড খুচরো বাণিজ্য তথা MBRT করে পাইকারি পদ্ধতিতে। তবে এই পদ্ধতি বিদেশি বিনিয়োগ আইনে অনুমোদিত নয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File