New Delhi Stampede | ১৫০০ জেনারেল টিকিট বিক্রি! নয়া দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় কী যুক্তি রেলের?

মহাকুম্ভ মেলার পর নয়া দিল্লির স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের।
মহাকুম্ভ মেলার পর নয়া দিল্লির স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের। যাত্রীরা অভিযোগের আঙুল তুলেছে রেলওয়ের দিকেই। এদিকে রেল কর্তৃপক্ষের দাবি, দুটি এক্সপ্রেস দেরিতে চলছিল। এই দুই ট্রেনে যাত্রীরা ১২, ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। এরপর ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসতেই হুড়োহুড়ি শুরু হয় এবং পদপিষ্টর ঘটনা ঘটে। তথ্য অনুযায়ী, প্রতি ঘণ্টায় কুম্ভগামী ট্রেনে ১৫০০ জেনারেল টিকিট বিক্রি হয়েছিল। এত ভিড় হয়ে যাওয়াতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
- Related topics -
- দেশ
- ভারত
- নয়াদিল্লি
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- রেল মন্ত্রক
- মহাকুম্ভ