Most Polluted City | সবচেয়ে দূষিততম ১৫টিই রয়েছে ভারতে! দূষিত দেশগুলির পঞ্চম স্থানে রয়েছে ভারত!
Tuesday, March 11 2025, 9:55 am

বিশ্বের সবচেয়ে দূষিততম ২৫টি শহরগুলির মধ্যে ১৫টিই রয়েছে ভারতে।
বিশ্বের সবচেয়ে দূষিততম ২৫টি শহরগুলির মধ্যে ১৫টিই রয়েছে ভারতে। এছাড়া দূষিত দেশগুলির তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ভারত। ২০২৪ সালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সুইস সংস্থা IQAir এর রিপোর্ট অনুযায়ী, বিশ্বের দূষিততম রাজধানী হল দিল্লি। এছাড়াও দূষিত শহরের তালিকায় রয়েছে মুল্লানপুর, ফরিদাবাদ, লোনি, গুরুগ্রাম, মান্ডির মত একাধিক শহর। প্রথম ৫০টি দূষিত শহরের মধ্যে রয়েছে বাংলার দুর্গাপুর এবং আসানসোল। WHO আগেই জানিয়েছে, বায়ুদূষণের কারণে ভারতের দেশবাসীর আয়ু গড়ে ৫.২ বছর কমছে। এহেন পরিস্থিতিতে উদ্বেগ আরও বাড়িয়েছে IQAir রিপোর্ট।