Kolkata Metro । অফিসযাত্রীদের জন্যে সুখবর, সোমবার থেকে ব্লু লাইনে চলবে ১৪টি বাড়তি মেট্রো
সোমবার থেকে ব্লু লাইনে চলবে ১৪টি বাড়তি মেট্রো। ব্লু লাইনে অর্থাৎ নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে।
ব্লু লাইনে অর্থাৎ নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত বাড়তি ১৪টি মেট্রো চালানোর ঘোষণা করল মেট্রো কতৃপক্ষ। এর পাশাপাশি দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত মেট্রো ৭ মিনিটের বদলে পাওয়া যাবে ৬ মিনিট অন্তর অন্তর। সকাল ৯টা থেকে সকাল ১১টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মিলবে এই পরিষেবা। আগামী সোমবার থেকেই পরীক্ষামূলকভাবে সোম থেকে শনিবার পর্যন্ত আপ ও ডাউনে লাইনে অতিরিক্ত মেট্রো চালাবে কতৃপক্ষ।